Headlines

State Bank of India Recruitment 2025: স্টেট ব্যাংকে FLC পদে প্রচুর কর্মী নিয়োগ ! কিভাবে আবেদন করবেন জেনে নিন

State Bank of India Recruitment 2025

State Bank of India Recruitment 2025: যেসকল ভাই বোনেরা ব্যাংকে কোনো রকম পরীক্ষা না দিয়ে চাকরি খুজছেন, তাদের জন্য একটি বিরাট সুখবর। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে নতুন করে এফএলসি কাউন্সেলর ও এফএলসি পরিচালক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তাই যেসকল প্রার্থীরা এখানে আবেদন করতে ইচ্ছুক তারা যোগ্যতা, বেতন, বয়স, আবেদন পদ্ধতি ও নিয়োগ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানতে দেখেনিন আজকের এই প্রবন্ধ।

State Bank of India Recruitment 2025

State Bank of India Recruitment 2025

পদের নাম ও শূন্যপদ: SBI এর পক্ষথেকে প্রকাশিত এফএলসি পরিচালক পদে মোট ০৬ জন এবং এফএলসি কাউন্সেলর পদে মোট ২৬৩ জন কর্মী নিয়োগ করা হবে।

মাসিক বেতন: যেসমস্ত চাকরি প্রার্থীরা স্টেট ব্যাংকের এফএলসি পরিচালক ও এফএলসি কাউন্সেলর পদে নিয়োজিত হবেন তাদের প্রতিমাসে বেতন দেওয়া হবে SBI এর নিয়ম অনুসারে।

যোগ্যতার বিবরণ

শিক্ষাগত যোগ্যতা: এখানে আবেদন করার জন্য চাকরী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন এবিআই এর নিয়ম অনুযায়ী।

বয়সসীমা: আবেদনকারীদের বয়সসীমা ২৮-০২-২০২৫ তারিখ অনুসারে সর্বনিম্ন ৬০ বছর থেকে সর্বোচ্চ ৬৩ বছর হতে হবে।

নিয়োগ পদ্ধতি

আবেদনকারীদের এখানে সরাসরি Interview এর উপর ভিত্তি করে চাকরিতে নিয়োগ করা হবে।

প্রয়োজনীয় লিঙ্ক

অফিসিয়াল ওয়েবসাইট – sbi.co.in

আবেদন লিংক – Apply Now

যে কোনো সরকারি অথবা বেসরকারি চাকরীর খবর পেতে এখুনি ফলো করুন – ChakriSathi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *