Headlines

IIT Kharagpur Recruitment 2025: IIT খড়গপুরে ইন্টারভিউয়ের মাধ্যমে প্রচুর কর্মী নিয়োগ চলছে! মাসিক বেতন ৬৭,০০০ টাকা। বিস্তারিত জেনে নিন

IIT Kharagpur Recruitment 2025

IIT Kharagpur Recruitment 2025: পশ্চিমবঙ্গের সকল চাকরি প্রার্থীদের জন্য চাকরির এক বিরাট সুযোগ। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি খড়গপুরে (IIT Kharagpur) সম্প্রতি জেআরএফ ও সিনিয়র প্রজেক্ট অফিসার পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। তাই যেসমস্ত চাকরি প্রার্থী ভাই বোনেরা আবেদন করতে চাইছেন তারা একটুও সময় নষ্ট না করে নিচে উল্লিখিত প্রতিবেদনে দেখেনিন আবেদন করার পদ্ধতি সহ যোগ্যতা, বয়সসীমা, বেতন কাঠামো ও নিয়োগ পদ্ধতি।

IIT Kharagpur Recruitment 2025

IIT Kharagpur Recruitment 2025

পদের নাম: IIT Kharagpur Recruitment 2025 এ জেআরএফ ও সিনিয়র প্রজেক্ট অফিসার পদে কর্মী নিয়োগ করা হবে।

শূন্যপদ: সর্বমোট ৪৪ টি শূন্যপদ রয়েছে।

মাসিক বেতনসূচি: যেসকল প্রার্থীরা এখানে নিযুক্ত হবেন তাদের কে প্রতিমাসে বেতন ২৫,৫০০/- থেকে ৬৭,০০০/- টাকা বেতন দেওয়া হবে।

প্রয়োজনীয় যোগ্যতা (IIT Kharagpur Recruitment 2025 Eligibility Criteria)

শিক্ষাগত যোগ্যতা: IIT খড়গপুরের জেআরএফ ও সিনিয়র প্রজেক্ট অফিসার পদে আবেদন করতে ইচ্ছুক চাকরি প্রার্থীকে যেকোনো স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে ডিপ্লোমা, আইটিআই, বিই/বি.টেক, এমসিএ, এমই/এম.টেক, এমএস, এমডি, এমএস, এমএসসি, এমডিএস, স্নাতকোত্তর ডিগ্রি, পিএইচডি ডিগ্রি সম্পন্ন করতে হবে।

বয়সসীমা: IIT খড়গপুরের জেআরএফ ও সিনিয়র প্রজেক্ট অফিসার পদে আবেদন করার জন্য ইচ্ছুক প্রার্থীর বয়স প্রয়োজন সর্বোচ্চ ৫৫ বছর।

আবেদন পদ্ধতি

আবেদনকারীদেরকে এখানে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

চাকরি প্রার্থীকে প্রথমে আইআইটি খড়গপুরের অফিসিয়াল পোর্টালে (iitkgp.ac.in) প্রবেশ করবেন। তারপর “Apply Online” অপশনে ক্লিক করবেন। তারপর “New Registration” অপশনে ক্লিক করবেন। তারপর প্রার্থীর নাম, মোবাইল নম্বর ও ইমেইল আইডি দিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করে লগইন করবেন। তারপর অ্যাপ্লিকেশন ফর্মের পেজে প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্মটি পূরণ করবেন। তারপর প্রয়োজনীয় নথি গুলো সাইজ অনুযায়ী আপলোড করে “সাবমিট বাটনে” ক্লিক করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করে দিবেন।

আবেদন তারিখ: আবেদন শুরু হয়েছে ০৩/০৩/২০২৫ তারিখে এবং শেষ হবে আগামী ০২/০৪/২০২৫ তারিখে।

নিয়োগ পদ্ধতি

আবেদনকারীদের সরাসরি ইন্টারভিউয়ের উপর নির্ভর করে চাকরিতে নির্বাচন করা হবে এবং চাকরির কর্মস্থল হবে খড়গপুর, পশ্চিমবঙ্গ।

প্রয়োজনীয় লিঙ্ক

অফিসিয়াল বিজ্ঞপ্তি – Apply Now

অফিসিয়াল ওয়েবসাইট – iitkgp.ac.in

যে কোনো সরকারি অথবা বেসরকারি চাকরীর খবর পেতে এখুনি ফলো করুন – ChakriSathi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *