UPSC Recruitment 2025: ভারতের যে সকল চাকরী প্রার্থীরা ফোর্সে চাকরী করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, তাদের জন্য রইল একটি বিশাল সুখবর। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC) এর অধীনে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সম্প্রতি প্রকাশিত হয়েছে। যেখানে কেন্দ্রীয় সরকার প্রার্থীদের BSF,CISF,CRPF পদে কর্মী নিয়োগ করতে চলেছে। তাই যদি এই সুবর্ন সুযোগকে হাতছাড়া করতে না চান তাহলে এখনই জেনে নিন নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য।

UPSC Recruitment 2025: চাকরীর বিবরণ
পদের নাম: BSF, CISF, CRPF,ITBP
শূন্যপদের সংখ্যা:
- BSF – ২৪ টি
- CISF – ৯২ টি
- CRPF – ২০৪ টি
- ITBP – ০৪ টি
মাসিক বেতন: যে সকল চাকরী প্রার্থীরা এই পদে নিয়োজিত হবে তাদের মাসিক বেতন লেভেল ১০ অনুযায়ী প্রদান করা হবে।
কারা কারা আবেদন নথিভুক্ত করতে পারবেন (UPSC Recruitment 2025 Eligibility Criteria)
শিক্ষাগত যোগ্যতা: যে সমস্ত প্রার্থীরা উপরিউক্ত চারটি পদে আবেদন করতে চান তাদের অবশ্যই যে কোনো একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে।
বয়স সীমা: ১৮ থেকে ২৮ বছরের মধ্যে থাকা প্রার্থীরা আবেদন করতে পারবেন।
আবেদন পদ্ধতি (UPSC Recruitment 2025 Online Apply Prosess)
ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC) নিয়োগ ২০২৫ এর উল্লেখিত পদ গুলিতে আবেদন করতে পারবেন সম্পূর্ণ অনলাইন মোডে। তাই সেই অনলাইন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য নিচে দেওয়া কয়েকটি নির্দেশাবলী ফলো করুন।
প্রথমে UPSC এর মেইন ওয়েবসাইট ভিজিট করে হোম পেজে উপলব্ধ অনলাইন আবেদন লিংকটিতে ক্লিক করুন। এরপর দেখুন আপনার কাছে একটি অনলাইন আবেদন ফর্ম আসবে সেখানে নিজের সমস্ত তথ্য পূরণ করুন এবং সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্ট গুলি স্ক্যান করে আপলোড করুন। এরপর অনলাইন পেমেন্ট এর মাধ্যমে আবেদন ফি জমা করতে হবে। এবং অবশেষে সাবমিট অপশনে ক্লিক করে ফর্মটি জমা করুন।
আবেদন ফি: সাধারণ/OBC – ক্যাটাগরি প্রার্থীদের জন্য ২০০/- টাকা এবং বাকি ক্যাটাগরি প্রার্থীদের জন্য ফি মুকুব করা হয়েছে।
আবেদনের তারিখ:
- আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে – ০৫/০৩/২০২৫ তারিখে।
- আবেদন প্রক্রিয়া শেষ হবে – ২৫/০৩/২০২৫ তারিখে।
নির্বাচন প্রক্রিয়া (UPSC Recruitment 2025 Selection Process)
ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC) এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনকারী প্রার্থীদের বাছাই করা হবে নিম্নলিখিত পর্যায় গুলির মাধ্যমে।
- লিখিত পরীক্ষা।
- শারীরিক দক্ষতা পরীক্ষা।
- মেডিক্যাল পরীক্ষা।
- ইন্টারভিউ
প্রয়োজনীয় লিঙ্ক
অফিসিয়াল ওয়েবসাইট – upsc.gov.in
আবেদন লিংক – Apply Online
যে কোনো সরকারি অথবা বেসরকারি চাকরীর খবর পেতে এখুনি ফলো করুন – ChakriSathi