Headlines

BSK Recruitment 2025: বাংলা সহায়তা কেন্দ্রে শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে কর্মী নিয়োগ চলছে! কিভাবে আবেদন করবেন দেখেনিন

BSK Recruitment 2025

BSK Recruitment 2025: এই রাজ্যের যে সকল চাকরী প্রার্থীরা কম্পিউটার নিয়ে পড়াশোনা করেছেন, তাদের জন্য রইল একটি সুবর্ণ সুযোগ। বাংলা সহায়তা কেন্দ্র (BSK) এর পক্ষ থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে সমস্ত প্রার্থীদের আগামী ২০ ই মার্চ এর মধ্যে আবেদন পত্র জমা করতে বলা হয়েছে। তাই বেশি দেরি না করে তাড়াতাড়ি যেনে নিন নিয়োগ সংক্রান্ত সমস্ত গুরুত্ত্বপূর্ণ বিষয়।

BSK Recruitment 2025

BSK Recruitment 2025:  

বিবরণ

  • নিয়োগ সংস্থা – বাংলা সহায়তা কেন্দ্র (BSK)
  • পোস্টের নাম – সিনিয়ার সফটওয়ার পার্সোনেল (এসএসপি)
  • শূন্যপদের সংখ্যা – এখানে মোট ০১ টি শূন্যপদ রয়েছে
  • মাসিক বেতন – BSK এর নিয়ম অনুযায়ী
  • চাকরির ধরন – সরকারি 
  • আবেদন মোড – অনলাইন

প্রয়োজনীয় যোগ্যতা

শিক্ষাগত যোগ্যতা: যে সকল চাকরী প্রার্থী বাংলা সহায়তা কেন্দ্র (BSK) নিয়োগ ২০২৫ এর উল্লেখিত পদে আবেদন করতে চান, তাদের অবশ্যই যে কোনো একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে MCA/M.Tech/B.Tech ডিগ্রী অর্জন করতে হবে।

বয়স সীমা: সর্বোচ্চ ৫৫

আবেদন পদ্ধতি

BSK Recruitment 2025 এর সিনিয়ার সফটওয়ার পার্সোনেল (SSP) পদে আবেদন করার জন্য প্রার্থীদের আবেদন পত্র জমা করতে হবে অনলাইনের মাধ্যমে। তারজন্য প্রার্থীদের নিচে দেওয়া পদ্ধতি গুলি অনুসরণ করতে হবে।

  1. প্রথমে বাংলা সহায়তা কেন্দ্র (BSK) এর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন।
  2. তারপর প্রথমে নিজেদের নাম, মোবাইল নম্বর এবং ইমেইল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করুন।
  3. সফল ভাবে নিবন্ধনের পর, প্রাপ্ত লগইন আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে অ্যাকাউন্টে প্রবেশ করুন।
  4. এরপর নির্ধারিত আবেদন ফর্মে ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য বিবরণ দিয়ে আবেদন ফর্মটি পূরণ করুন।
  5. সমস্ত প্রয়োজনীয় নথি স্ক্যান করে আপলোড করুন।
  6. সমস্ত তথ্য ঠিকঠাক পূরণ করে সাবমিট করুন এবং আবেদন ফর্মের একটি প্রিন্ট কপি সংরক্ষণ করুন ভবিষ্যতের জন্য।

নির্বাচন পদ্ধতি

BSK Recruitment 2025 পদে চাকরী পাবার জন্য প্রার্থীদের কেবল মাত্র ইন্টারভিউ পাশ করতে হবে।

প্রয়োজনীয় লিঙ্ক

অফিসিয়াল ওয়েবসাইট – https://bsk.wb.gov.in

যে কোনো সরকারি অথবা বেসরকারি চাকরীর খবর পেতে এখুনি ফলো করুন – ChakriSathi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *