Headlines

Central Coffee Board Recruitment 2025: কেন্দ্রীয় কফি বোর্ডে মাসিক ৪৫ হাজার টাকা বেতনে চাকরির সুযোগ, বিস্তারিত জেনে নিন এই প্রতিবেদনে

Central Coffee Board Recruitment

Central Coffee Board Recruitment 2025: বছরের শুরুতেই চাকরিপ্রার্থীদের জন্য দুর্দান্ত সুখবর, পরপর দুটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন কেন্দ্রীয় কফি বোর্ড। যে সকল প্রার্থীরা এই শুন্যপদে নিযুক্ত হবেন তারা প্রতি মাসে উচ্চ বেতনের পাশাপাশি অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। কেন্দ্রীয় সরকারের এই সুবর্ণ সুযোগে আবেদনের যোগ্যতা, মাসিক বেতনের পরিমাণ, পদের বিবরণ, নিয়োগ পদ্ধতি এবং আবেদন পদ্ধতির সংক্রান্ত সমস্ত তথ্য এই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।

Central Coffee Board Recruitment

Central Coffee Board Recruitment 2025

* টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগ

বয়স সীমা

Central Coffee Board Recruitment 2025 এ আবেদনের জন্য সর্বোচ্চ ৩৫ বছর পর্যন্ত প্রার্থীরা আবেদন জানাতে পারবেন।

মাসিক বেতন

বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা মিলিয়ে প্রতিমাসে নিযুক্ত প্রার্থীরা ৪৫,০০০/- টাকা বেতন পাবেন।

শিক্ষাগত যোগ্যতা

Central Coffee Board Recruitment 2025 এ আবেদনের জন্য যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে জীবন বিজ্ঞান বিষয়ে অন্ততপক্ষে স্নাতক ডিগ্রি থাকলে প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। যদি প্রার্থীর কাছে কাছে স্নাতকোত্তর ডিগ্রি থাকে তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই অগ্রাধিকার পাবেন।

অভিজ্ঞতা ও দক্ষতার বিবরণ

সকল চাকরিপ্রার্থীকে মাইক্রোসফট অফিসের(MS Office) বিভিন্ন কাজে পারদর্শী হতে হবে। এর পাশাপাশি সরকারি বিভিন্ন বিষয়ে এবং ল্যাবরেটরি রক্ষণাবেক্ষণের বিষয়ে পূর্ব অভিজ্ঞ থাকতে হবে। Central Coffee Board Recruitment 2025 এর বিষয়ে বিস্তারিত জানার জন্য অবশ্যই অফিশিয়াল বিজ্ঞপ্তিটি ভালোভাবে ফলো করবেন।

নিয়োগ পদ্ধতি

শিক্ষাগত যোগ্যতা, দক্ষতা এবং পূর্ব অভিজ্ঞতার নিরিখে সকল আবেদনকারী দের প্রাথমিকভাবে নির্বাচন করা হবে। এরপর সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নির্দিষ্ট পদের জন্য যোগ্য প্রার্থীকে নিয়োগ করবে কেন্দ্রীয় কফি বোর্ড।

আবেদন পদ্ধতি

ওপরে উল্লেখিত পদের জন্য আবেদনে ইচ্ছুক প্রার্থীদের সম্পূর্ণ অনলাইন মাধ্যমে https://forms.gle/E8HqPmQf34zwPsvp8 -এই গুগল ফরমটি পূরণ করে ২৪/০৩/২০২৫ তারিখের মধ্যে জমা করতে হবে।

* বারিস্তা ট্রেনার পদে কর্মী নিয়োগ

শিক্ষাগত যোগ্যতা

উল্লেখিত পদে আবেদনের জন্য সকল চাকরি প্রার্থীদের যে কোন স্বীকৃত বিদ্যালয় থেকে অন্ততপক্ষে উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে। বিশদে জানতে অবশ্যই অফিসিয়াল বিজ্ঞপ্তি ফলো করুন।

পূর্ব অভিজ্ঞতার বিবরণ

উল্লেখিত শুন্যপদে নিযুক্ত হওয়ার জন্য চাকরি প্রার্থীদের অন্ততপক্ষে ২ বছরের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে। তবে এক্ষেত্রে অধিক অভিজ্ঞতা থাকলে সেই চাকরিপ্রার্থীকে অবশ্যই অগ্রাধিকার দেওয়া হবে।

মাসিক বেতন

উল্লেখিত পদে নিযুক্ত প্রার্থীরা প্রতিমাসে সরকারের পক্ষ থেকে সমস্ত সুযোগ-সুবিধাসহ ৫০,০০০/- টাকা বেতন পাবেন।

বয়স সীমা

সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত আবেদনকারীরা এই পদে আবেদন জানাতে পারবেন। এক্ষেত্রে সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীদের জন্য বয়সের ঊর্ধ্বসীমায় নিয়মানুসারে ছাড় দেওয়া হবে। এই সম্পর্কে বিশদে জানতে অবশ্যই নিয়োগ বিজ্ঞপ্তিটি অবশ্যই পড়ে নেবেন।

নিয়োগ পদ্ধতি

এখানে সম্পূর্ণরূপে চুক্তিভিত্তিক অতিরিক্ত পদে কর্মীদের নিয়োগ করা হচ্ছে। চাকরিপ্রার্থীদের আবেদনের উপর ভিত্তি করে সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে উল্লেখিত পদে যোগ্য প্রার্থীকে নিয়োগ করা হবে। এক্ষেত্রে ইমেইলের মাধ্যমে ইন্টারভিউয়ের তারিখ এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য জানিয়ে দেওয়া হবে।

আবেদন পদ্ধতি

আবেদনে ইচ্ছুক প্রার্থীরা সবার প্রথমে নিয়োগ বিজ্ঞপ্তির সাথে সংযুক্ত আবেদন পত্রটি A4 সাইজ পাতায় প্রিন্ট করিয়ে নেবেন। এরপর যথাযথ তথ্যের সাথে আবেদন পত্রটি পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র এবং একটি বায়োডাটা সংযুক্ত করে ২৫/০৩/২০২৫ তারিখের মধ্যে “the Divisional Head – Coffee Quality, Coffee Board, No.1, Dr. B.R.Ambedkar Veedhi, Bengaluru – 560 001”-এই ঠিকানায় অথবা cqd.coffeeboard@gmail.com -এই eMail আইডিতে পাঠিয়ে দেবেন।

প্রয়োজনীয় লিংক

অফিসিয়াল বিজ্ঞপ্তি – Click Here

যে কোনো সরকারি অথবা বেসরকারি চাকরীর খবর পেতে এখুনি ফলো করুন – ChakriSathi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *