Headlines

ITBP Constable GD Recruitment 2025: মাধ্যমিক পাশে ITBP ফোর্সে চাকরী বিশাল সুযোগ! আবেদন পদ্ধতি সহ বিস্তারিত দেখেনিন

ITBP Constable

ITBP Constable GD Recruitment 2025: ২০২৫ এর শুরুতেই মাধ্যমিক পাস চাকুরী প্রার্থীদের জন্য চলে এলো বোরো সুখবর। ইন্দোে তিব্বত বর্ডার পুলিশ ফোর্সে (ITBP) অতিসম্প্রতি একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর একটি ভালো খবর যে প্রার্থীরা নূন্যতম মাধ্যমিক পাশ যোগ্যতায় আবেদন করতে পারবেন। তাহলে আর কিসের অপেক্ষা, চলুন জেনে নেওয়া যাক নিয়োগ সম্পর্কে যাবতীয় গুরুত্ত্বপূর্ণ বিষয়।

ITBP Constable GD Recruitment 2025

ITBP Constable GD Recruitment 2025:

পদের নাম: ইন্দোে তিব্বত বর্ডার পুলিশ ফোর্সে (ITBP) কনস্টেবল 

শূন্যপদের সংখ্যা: মোট ১৩৩ টি শূন্যপদ রয়েছে।

মাসিক বেতন: যে সকল চাকরী প্রার্থীরা এই পদে নিয়োজিত হবে তাদের মাসিক ২১,৭০০/- টাকা থেকে সর্বোচ্চ ৬৯,১০০/- টাকা বেতন দেওয়া হবে।

প্রয়োজনীয় যোগ্যতা

শিক্ষাগত যোগ্যতা: ইন্দোে তিব্বত বর্ডার পুলিশ ফোর্সে (ITBP) কনস্টেবল পদে আবেদন করার জন্য প্রার্থীদের যে কোনো একটি স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ করতে হবে।

বয়স সীমা: ১৮ থেকে ২৩

আবেদন পদ্ধতি

ইন্দোে তিব্বত বর্ডার পুলিশ ফোর্সে (ITBP) কনস্টেবল পদে আবেদন করার জন্য সকল প্রার্থীদের আবেদন পত্র জমা করতে হবে সম্পূর্ণ অনলাইন মোডে। তাই সেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে প্রার্থীদের নিচে দেওয়া কয়েকটি পদ্ধতি অনুসরণ করতে হবে।

প্রথমে ITBP এর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন। এরপর হোম পেজে Recruitment ট্যাবে ক্লিক করে অনলাইন আবেদন লিংকটি প্রেস করুন। তারপর সেই অনলাইন আবেদন ফর্মে নিজের সব তথ্য পূরণ করে এবং সঙ্গে জরুরী ডকুমেন্ট গুলি স্ক্যান করে আপলোড করুন। সর্বশেষে সাবমিট অপশনে ক্লিক করে আবেদন ফর্মটি জমা করুন।

আবেদন ফি: সাধারণ/OBC/EWS – ক্যাটাগরি প্রার্থীদের জন্য ১০০/- টাকা এবং বাকি সমস্ত ক্যাটাগরি প্রার্থীদের জন্য কোনো ফি লাগবে না।

গুরুত্ত্বপূর্ণ তারিখ:

  • অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু – ০৪/০৩/২০২৫ তারিখে।
  • অনলাইন আবেদন প্রক্রিয়া শেষ – ০২/০৪/২০২৫ তারিখে 

নির্বাচন পদ্ধতি

ইন্দোে তিব্বত বর্ডার পুলিশ ফোর্সে (ITBP) কনস্টেবল নিয়োগ ২০২৫ এর নির্বাচন প্রক্রিয়াটি হবে নিম্ন লিখিত পদ্ধতির মাধ্যমে।

  • শারীরিক মান পরিক্ষা।
  • মেডিক্যাল পরীক্ষা।
  • নথিপত্র যাচাই।

ITBP Constable GD Recruitment 2025 এর প্রয়োজনীয় লিঙ্ক

অফিসিয়াল ওয়েবসাইট – www.itbpolice.nic.in

আবেদন লিংক – Apply Now

যে কোনো সরকারি অথবা বেসরকারি চাকরীর খবর পেতে এখুনি ফলো করুন – ChakriSathi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *