PM Internship Scheme Recruitment: পিএম ইন্টার্নশিপ স্কিমের মাধ্যমে Uranium Corporation of India বা UCIL এর পক্ষ থেকে বিপুল পরিমাণে চাকরিপ্রার্থীদের ইন্টার্নশিপ এর জন্য নিয়োগ করা হচ্ছে। এখানে প্রতিমাসে মোটা অংকের বেতনের পাশাপাশি কর্মজীবনে বিভিন্ন দক্ষতা অর্জন করতে পারবেন নিযুক্ত প্রার্থীরা। ইন্টার্নশিপের সময়সীমার শেষে মূল্যবান সরকারি সার্টিফিকেটের পাশাপাশি একাধিক সুযোগ-সুবিধাও পাবেন ওনারা। তাই ইচ্ছুক চাকরিপ্রার্থী ভাই বোনেরা দেরি না করে আবেদন করে ফেলুন।
সংস্থার পক্ষ থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে প্রতি মাসে সরকারের পক্ষ থেকে ৪,৫০০ টাকা এবং উল্লেখিত সংস্থার (UCIL) পক্ষ থেকে ৩,৫০০ টাকা মিলিয়ে মোট ৮,০০০ টাকার বেতন পাবেন নিয়োজিত প্রার্থীরা। এছাড়াও সংস্থার পক্ষ থেকে এককালীন ৬,০০০ টাকা প্রদান করা হবে প্রতিটি কর্মীকে।
পদের নাম অনুসারে শিক্ষাগত যোগ্যতা

১) কেমিকাল প্লান্ট অপারেশন সার্ভিস- রাসায়নিক ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি ২) JKD ও TMPL ইউনিটের মাইনিং অপারেশন ইন্টার্ন- মাইনিং ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা ডিগ্রী ৩) ইলেকট্রিক্যাল সিস্টেম মেনটেনেন্স ইন্টার্ন- ITI -ইলেকট্রিশিয়ান ৪) HR ও ডাটা এন্ট্রি অপারেটর- স্নাতক ডিগ্রি ৫) মেকানিক্যাল মেনটেনেন্স ইন্টার্ন- ITI -মেকানিক্যাল ডিজেল ইঞ্জিন ৬) মেকানিক্যাল মেনটেনেন্স সুপারভাইজিং ইন্টার্ন- মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা ডিগ্রী ৭) ইকুইপমেন্ট রিপেয়ার- ITI -ফিটার ৮) কেমিক্যাল প্লান্ট অপারেশন সুপারভাইজিং ইন্টার্ন- কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা ডিগ্রী ৯) সিভিল কনস্ট্রাকশন সুপারভাইজিং ইন্টার্ন- সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি |
মোট শূন্য পদের সংখ্যা- UCIL এর পক্ষ থেকে যে ইন্টার্নশিপ এর জন্য নিয়োগ করা হচ্ছে সেটাতে মোট শূন্য পদ ১৩৭ টি।
বয়সসীমা: PM Internship Scheme Recruitment এ সকল পদগুলিতে ন্যূনতম ২১ বছর থেকে সর্বোচ্চ ২৪ বছর পর্যন্ত চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। সরকারি নিয়োগের নিয়মানুযায়ী অবশ্যই সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীদের বয়সের ঊর্ধ্বসীমায় যথাযথ পরিমাণ ছাড় দেওয়া হবে।
PM Internship Scheme Recruitment এ আবেদন পদ্ধতি
আবেদনে ইচ্ছুক সকল চাকরি প্রার্থীকে সম্পূর্ণ অনলাইন মাধ্যমে প্রথমে নিজেদের নাম নথিভুক্ত করে নিতে হবে। এর জন্য www.pminternship.mca.gov.in -এই ওয়েবসাইটে যথাযথ তথ্যের সাথে আবেদন পত্রটি পূরণ করে জমা করতে হবে। সংস্থার পক্ষ থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে কোনরকম তারিখের কথা উল্লেখ করা হয়নি। তাই চাকরি প্রার্থীরা যত তাড়াতাড়ি সম্ভব এই সুবর্ণ সুযোগ কাজে লাগিয়ে ফেলুন।
প্রয়োজনীয় লিংক
অফিসিয়াল নোটিফিকেশন – Click Here
অফিসিয়াল ওয়েবসাইট – www.pminternship.mca.gov.in
যে কোনো সরকারি অথবা বেসরকারি চাকরীর খবর পেতে এখুনি ফলো করুন – ChakriSathi