Headlines

WB Circle Agniveer Recruitment: পশ্চিমবঙ্গের কলকাতা ও শিলিগুড়ি সার্কেলে অগ্নিবীর পদে নিয়োগ, বিস্তারিত জেনে নিন

WB Circle Agniveer Recruitment

WB Circle Agniveer Recruitment: পশ্চিমবঙ্গ এবং সিকিম রাজ্যের বেশ কিছু জেলার যুবকদের জন্য ভারতীয় সেনাবাহিনীতে অগ্নিবীর প্রকল্পে নিযুক্ত হবার দুর্দান্ত সুযোগ রয়েছে। যুব সম্প্রদায়ের দেশের প্রতি দায়িত্বভার অটুট রাখার জন্য প্রধানমন্ত্রীর উদ্যোগে অগ্নিবীর নিয়োগ শুরু করা হয়েছিল। সম্প্রতি পশ্চিমবঙ্গ ও সিকিম রাজ্যের বেশ কিছু জেলা থেকে অগ্নিবীর হিসাবে বিভিন্ন যোগ্যতায় যুবকদের নিয়োগ করার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সমস্ত তথ্য জানতে হলে অবশ্যই শেষ পর্যন্ত পড়ুন আজকের এই প্রতিবেদনটি।

WB Circle Agniveer Recruitment

WB Circle Agniveer Recruitment

যেসব শুন্য পদে প্রার্থীদের নিয়োগ করা হবে সেগুলি হলো-

  • অগ্নিবীর (জেনারেল ডিউটি)
  • অগ্নিবীর (টেকনিক্যাল)
  • অগ্নিবীর (ক্লার্ক বা স্টোর কিপার)
  • অগ্নিবীর (ট্রেডসম্যান)

প্রকাশিত অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে, পশ্চিমবঙ্গ এবং সিকিম রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রার্থীদের নিয়োগ করা হবে। তবে কেবল মাত্র যুবকদের নিয়োগ করা হবে। উত্তরবঙ্গ অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্যের আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং, মালদা, কোচবিহার, জলপাইগুড়ি, দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুরের বাসিন্দারা, অপরদিকে সিকিম রাজ্যের প্যাকীয়ং, গ্যাংটক, মঙ্গন, নামচি, গ্যালসিং, সোরেঙ জেলার প্রার্থীরা এখানে আবেদনেরযোগ্য।

শিক্ষাগত যোগ্যতা

বিভিন্ন পদ অনুসারে শিক্ষাগত যোগ্যতা নিচে বিস্তারিত আলোচনা করা হলো

১) অগ্নিবীর (জেনারেল ডিউটি)- যেকোনো স্বীকৃত বিদ্যালয় থেকে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় ৪৫ শতাংশ নম্বরের সাথে উত্তীর্ণ প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন। এর পাশাপাশি হালকা ওজনের গাড়ি Light Weight Vehicle চালানোর দক্ষতা এবং লাইসেন্স থাকতে হবে।

২) অগ্নিবীর (টেকনিক্যাল)- যে কোন স্বীকৃত বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগের পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, অংক এবং ইংরেজি বিষয় মিলিয়ে অন্ততপক্ষে ৪০ শতাংশ নম্বর থাকলে প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। বিজ্ঞান বিভাগ নিয়ে উচ্চমাধ্যমিক পাশের যোগ্যতা না থাকলে চাকরিপ্রার্থীরা মাধ্যমিক পাশের সঙ্গে আইটিআই অথবা যেকোনো বিভাগের উচ্চ মাধ্যমিক পাশের সঙ্গে আইটিআই যোগ্যতা থাকলেও এই পদে আবেদন করতে পারবেন।

৩) অগ্নিবীর (ক্লার্ক বা স্টোর কিপার)- ন্যূনতম সাত শতাংশ নম্বরের সাথে যে কোন বিভাগের অন্তর্গত উচ্চ মাধ্যমিক পাশ প্রার্থীরা এই পদে আবেদনের যোগ্য।

৪) অগ্নিবীর (ট্রেডসম্যান)- ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতা থেকে এই পদে আবেদন করতে পারবেন।

৫) অগ্নিবীর (ট্রেডসম্যান)- এই পদে আবেদন জানানোর জন্য যে কোন স্বীকৃত বিদ্যালয় থেকে ন্যূনতম অষ্টম শ্রেণী পাস যোগ্যতা অপরিহার্য।

বয়স সীমা

আবেদনের জন্য প্রার্থীদের বয়স হতে হবে ১৭.৫ বছর থেকে ২১ বছরের মধ্যে। এক্ষেত্রে বয়সের হিসাব বিস্তারিত জানতে অফিশিয়াল বিজ্ঞপ্তি অবশ্যই ফলো করুন।

মাসিক বেতন

WB Circle Agniveer Recruitment বিজ্ঞপ্তি অনুসারে মোট ৪ বছরের জন্য অগ্নিবীর পদে দেশের যুবকদের নিয়োগ করা হচ্ছে। নিয়োগের প্রতিবছরে পৃথক পরিমান মাসিক বেতন পাবেন নিযুক্ত প্রার্থীরা। এক্ষেত্রে চার বছর মিলিয়ে মোট ১০ লক্ষ ৪ হাজার টাকার সেবা নিধি প্যাকেজ পাওয়া যাবে। সম্পূর্ণ বিবরণ বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিটি অবশ্যই ফলো করুন।

WB Circle Agniveer Recruitment নিয়োগ পদ্ধতি

নিয়োগ পদ্ধতিদুটি ধাপের মাধ্যমে সম্পন্ন করা হবে, প্রথমে লিখিত পরীক্ষা এবং তারপরে শারীরিক দক্ষতা পরীক্ষা।

আবেদন পদ্ধতি

অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে উল্লেখিত পদে আবেদনের জন্য ইচ্ছুক প্রার্থীদের প্রথমে অনলাইন মাধ্যমে www.joinindianarmy.nic.in – ওয়েবসাইটে গিয়ে নিজেদের নাম নথিভুক্ত করতে হবে। তারপরে অনলাইনে আবেদন পত্রটি যথাযথ তথ্যের সাথে পূরণ করে ১০/০৪/২০২৫ তারিখের মধ্যে সাবমিট করে দিতে হবে। এরসাথে অবশ্যই আধার কার্ড, ঠিকানার প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, বয়সের প্রমাণপত্র ইত্যাদি নথিপত্র গুলি আপলোড করতে হবে।

আবেদন মূল্য

আবেদন করবার জন্য ২৫০/- টাকা ফী জমা করতে হবে।

প্রয়োজনীয় লিংক

অফিশিয়াল বিজ্ঞপ্তি – Click Here

অফিশিয়াল ওয়েবসাইট – Apply Now

যে কোনো সরকারি অথবা বেসরকারি চাকরীর খবর পেতে এখুনি ফলো করুন – ChakriSathi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *