Headlines

WBUAFS Recruitment 2025:পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ে ইন্টারভিউর মাধ্যমে নতুন করে কর্মী নিয়োগ প্রক্রিয়া চলছে! শীঘ্রই আবেদন করুন

WBUAFS Recruitment 2025

WBUAFS Recruitment 2025: পশ্চিমবঙ্গের সকল চাকরী প্রার্থীদের জন্য চলে এল একটি বিশাল চাকরির সুযোগ। পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয় এর পক্ষ থেকে একটি নতুন চাকরীর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে তারা জুনিয়ার রিসার্চ ফেলো (JRF) পদে কর্মী নিয়োগ করতে চলেছে শীঘ্রই । কিভাবে আবেদন করবেন, কী কী যোগ্যতা প্রয়োজন, বয়স সীমা, মাসিক বেতন, নির্বাচন প্রক্রিয়া এই নিয়ে বিস্তারিত জানতে হলে নিচে দেওয়া প্রতিবেদনটি অবশ্যই পড়ুন।

WBUAFS Recruitment 2025
WBUAFS Recruitment 2025

WBUAFS Recruitment 2025:

চাকরীর বিবরণ 

পদের নাম: জুনিয়ার রিসার্চ ফেলো (JRF)। 

শূন্যপদের সংখ্যা: ০১ টি শূন্যপদ রয়েছে।

মাসিক বেতন: নিয়োজিত প্রার্থীদের মাসিক ৩৭,০০০/- টাকা বেতন দেওয়া হবে।

প্রয়োজনীয় যোগ্যতা

শিক্ষাগত যোগ্যতা: যে সকল প্রার্থীরা এই পদে আবেদন করতে ইচ্ছুক, তাদের অবশ্যই যে কোনো একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বায়োটেকনোলজি অথবা মাইক্রোবায়োলজি তে এমএসসি ডিগ্রি অর্জন করতে হবে।

বয়স সীমা: মূল বিজ্ঞপ্তিতে কোনো নির্দিষ্ট বয়স সীমার কথা উল্লেখ নেই।

আবেদন পদ্ধতি

পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয় নিয়োগ ২০২৫ এর উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের আগে থেকে কোনো আবেদন পত্র জমা করতে হবে না। ইন্টারভিউর দিন নিজের সমস্ত ডকুমেন্ট গুলির হার্ড কপি ও জেরক্স কপি একত্রিত করে করে ইন্টারভিউর দিন উপস্থিত থাকলেই হবে।

জরুরী ডকুমেন্ট: 1.শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট

2.জন্ম সার্টিফিকেট

3.পাসপোর্ট সাইজ ফটো

4.জাতিগত সার্টিফিকেট 

ইন্টারভিউর স্থান: গবেষনা সম্প্রসারণ ও খামার পরিচালকের কার্যলয়ের সভা কক্ষ WBUAFS, বেলগাছিয়া, কলকাতা।

ইন্টারভিউর তারিখ: ১৮/০৩/২০২৫ তারিখে। 

নির্বাচন প্রক্রিয়া 

আবেদনকারী সকল প্রার্থীদের বাছাই করা হবে শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে।

প্রয়োজনীয় লিঙ্ক

অফিসিয়াল ওয়েবসাইট – wbuafscl.ac.in

যে কোনো সরকারি অথবা বেসরকারি চাকরীর খবর পেতে এখুনি ফলো করুন – ChakriSathi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *