WBUAFS Recruitment 2025: পশ্চিমবঙ্গের সকল চাকরী প্রার্থীদের জন্য চলে এল একটি বিশাল চাকরির সুযোগ। পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয় এর পক্ষ থেকে একটি নতুন চাকরীর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে তারা জুনিয়ার রিসার্চ ফেলো (JRF) পদে কর্মী নিয়োগ করতে চলেছে শীঘ্রই । কিভাবে আবেদন করবেন, কী কী যোগ্যতা প্রয়োজন, বয়স সীমা, মাসিক বেতন, নির্বাচন প্রক্রিয়া এই নিয়ে বিস্তারিত জানতে হলে নিচে দেওয়া প্রতিবেদনটি অবশ্যই পড়ুন।

WBUAFS Recruitment 2025:
চাকরীর বিবরণ
পদের নাম: জুনিয়ার রিসার্চ ফেলো (JRF)।
শূন্যপদের সংখ্যা: ০১ টি শূন্যপদ রয়েছে।
মাসিক বেতন: নিয়োজিত প্রার্থীদের মাসিক ৩৭,০০০/- টাকা বেতন দেওয়া হবে।
প্রয়োজনীয় যোগ্যতা
শিক্ষাগত যোগ্যতা: যে সকল প্রার্থীরা এই পদে আবেদন করতে ইচ্ছুক, তাদের অবশ্যই যে কোনো একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বায়োটেকনোলজি অথবা মাইক্রোবায়োলজি তে এমএসসি ডিগ্রি অর্জন করতে হবে।
বয়স সীমা: মূল বিজ্ঞপ্তিতে কোনো নির্দিষ্ট বয়স সীমার কথা উল্লেখ নেই।
আবেদন পদ্ধতি
পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয় নিয়োগ ২০২৫ এর উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের আগে থেকে কোনো আবেদন পত্র জমা করতে হবে না। ইন্টারভিউর দিন নিজের সমস্ত ডকুমেন্ট গুলির হার্ড কপি ও জেরক্স কপি একত্রিত করে করে ইন্টারভিউর দিন উপস্থিত থাকলেই হবে।
জরুরী ডকুমেন্ট: 1.শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
2.জন্ম সার্টিফিকেট
3.পাসপোর্ট সাইজ ফটো
4.জাতিগত সার্টিফিকেট
ইন্টারভিউর স্থান: গবেষনা সম্প্রসারণ ও খামার পরিচালকের কার্যলয়ের সভা কক্ষ WBUAFS, বেলগাছিয়া, কলকাতা।
ইন্টারভিউর তারিখ: ১৮/০৩/২০২৫ তারিখে।
নির্বাচন প্রক্রিয়া
আবেদনকারী সকল প্রার্থীদের বাছাই করা হবে শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে।
প্রয়োজনীয় লিঙ্ক
অফিসিয়াল ওয়েবসাইট – wbuafscl.ac.in
যে কোনো সরকারি অথবা বেসরকারি চাকরীর খবর পেতে এখুনি ফলো করুন – ChakriSathi